দেশে এখন মুসলমানের সংখ্যা ৯১ শতাংশ। সনাতন ধর্মাবলম্বী ৭ দশমিক ৯৫ শতাংশ। ২০১১ সালের জনশুমারিতে হিন্দু ছিল ৮ দশমিক ৫৪ শতাংশ। বৌদ্ধধর্মাবলম্বী ছিল শূন্য দশমিক ৬১ শতাংশ। আগের শুমারিতে ছিল শূন্য দশমিক ৬২ শতাংশ।
২০১১ সালের জনশুমারির চেয়ে এবারের জনশুমারিতে হিন্দু জনসংখ্যা কমল দশমিক ৫৯ শতাংশ।
বুধবার (২৭ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রথম ডিজিটাল ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে এক অনুষ্ঠানে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেন বিবিএসের প্রকল্প পরিচালক দিলদার হোসেন।
হিন্দু সম্প্রদায়ের এই দেশ ছেড়ে চলে যাওয়ার ছয়টি কারণ চিহ্নিত করেছেন একটি সূত্র-
১) এই অঞ্চলে মুসলমানদের ফার্টেইলিটি রেট বেশি ২) ৬৪ সালের দাঙ্গা ৩) ৬৫ সালের ভারত পাকিস্তান যুদ্ধ ৪) এনিমি প্রোপার্টি এ্যাক্ট ৫) ভেস্টেড প্রোপার্টি এ্যাক্ট এবং ৬) নিরপত্তাহীনতা।
হিন্দুদের ওপর আক্রমন, তাদের জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল হিন্দুদের সংখ্যা কমে যাওয়ার অন্যতম কারন বলছেন বিশ্লেষকরা। হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ীঘরে হামলার পর কেউ কেউ আটক হলেও বিচার কার্য বিলম্বিত হওয়ায় অনেকে পূনরায় এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে দ্বিধাবোধ করছেন না। দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা হলেই এ প্রবণতা অনেকাংশে কমে আসবে মনে করেন হিন্দু সম্প্রদায়ের লোকজন।