শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি দেখে যেতে পারেননি সুশান্ত সিংহ রাজপুত। ফ্যানেরা চেয়েছিলেন তাঁর শেষ পারফরমেন্সটা বড়পর্দাতেই দেখতে। ভালবাসায় ভরিয়ে দিতে চেয়েছিলেন গোটা হল। কিন্তু তা আপাতত হচ্ছে না। অনলাইনেই মুক্তি পাচ্ছে সুশান্তের শেষ ছবিটি। আগামি ২৪ জুলাই ছবিটি দেখা যাবে হটস্টার প্লাস ডিজনি ওয়েব প্ল্যাটফর্মে।
বৃহস্পতিবার (২৫ জুন) নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে সে কথা শেয়ার করে হটস্টার কর্তৃপক্ষ লেখেন, এ এক আশা, ভালবাসা আর না ফুরনো স্মৃতির গল্প। সুশান্ত সিংহ রাজপুতের ঐতিহ্যকে অনুভব করার উপায়।
মুকেশ ছাবরা’র প্রথম পরিচালিত ছবি ‘দিল বেচারা’তে সুশান্ত সিং ছাড়াও অভিনয় করেছেন নবাগতা সঞ্জনা সাংঘি এবং সাইফ আলী খান। এই ডেবিউ ছবি নিয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘এটি ভালবাসার গল্প, আশা এবং অন্তহীন স্মৃতির গল্প। সুশান্তকে অন্যভাবে আবিষ্কার করবে দর্শক।’ ৩ মে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটির। কিন্তু লকডাউনের জেরে তা মুক্তি পায়নি। এদিকে ১৪ জুন আত্মহত্যা করেন সুশান্ত।
তবে হাল ছাড়ছেন না ফ্যানেরা। যেখানেই মুক্তি পাক না কেন ‘দিল বেচারা’ যে ফ্লপ হতে দেওয়া যাবে না, তা নিয়ে মোটামুটি বদ্ধপরিকর তাঁরা। সুশান্ত নেই, কিন্তু তাঁর শেষ স্মৃতিকে বাঁচিয়ে তুলতে মরিয়া সবাই।
স্বাভাবিকভাবেই ‘দিল বেচারা’ নিয়েও উৎসাহের অন্ত ছিল না। কিন্তু ছবি মুক্তির আগে পরপারে পাড়ি দিলেন তিনি। অনুরাগীদের আক্ষেপ গত ৩ মে ‘দিল বেচারা’ ছবিটি মুক্তি পেলে হয়তো এমনটা হত না। আত্মহত্যা করতেন না সুশান্ত সিং রাজপুত, ইতিহাসটাই পালটে যেত! হয়তো!
লেখক জন গ্রীন-এর ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’ থেকে অনুপ্রাণিত এই ছবি। আর মাসখানেক, সুশান্তের স্মৃতিতে সিক্ত হতে আঁকড়ে ধরবেন হটস্টারকেই?