লকডাউনের মাঝেই মৃত্যু ৷ হ্যাঁ, এমনই এক দুঃখজনক ঘটনা ঘটে গেল বলিউড অভিনেতা সালমান খাঁনের পরিবারে ৷ চলে গেলেন সালমানের ভাতিজা আবদুল্লা খান ৷
সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যু খবর শেয়ার করে সালমান জানিয়েছেন, আবদুল্লা তোমায় খুব মিস করব ৷ ভাতীয় সংবাদ মাধ্যম জানায়, বহুদিন ধরেই ব্লাডসুগারের সমস্যায় ভুগছিলেন আবদুল্লা ৷ তবে দু’দিন আগেই ফুসফুসে সংক্রমণ হয় ৷ শারীরিক অবস্থার অবণতি হওয়ার কারণেই তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷
সোমবার (৩০ মার্চ) রাতে জীবন যুদ্ধে হার মানেন তিনি। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন আবদুল্লা খান।
সালমান খান জানিয়েছেন, জিম করে ফিট থাকলেও,ভিতর ভিতর খুব একটা সুস্থ ছিলেন না আবদুল্লা ৷ ওর চলে যাওয়াটা খুব বড় ক্ষতি ৷