মেঘে মেঘে লুকোচুরি সাথে থাকবে বৃষ্টি। সারাদেশের বিভিন্ন এলাকায় দেখা দিতে পারে আংশিক মেঘ, থাকবে রোদও। উত্তর পশ্চিম অঞ্চলে মেঘের পরিমাণ কিছুটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতে ছিটেফোঁটা বৃষ্টির দেখা মিললেও দিনে বৃষ্টির সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাতে ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ছিটেফোঁটা বৃষ্টি দেখা গেছে। আর দিনে উত্তর-পশ্চিমে ছিটেফোঁটা বৃষ্টি দেখা দিতে পারে। তবে সেটার সম্ভাবনা খুবই কম। মো. হাফিজুর রহমান জানান, দেশে গত ২৪ ঘণ্টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের দুই এক জায়গায় হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আর সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে সামান্য পরিবর্তন হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। বর্ধিত ৫ দিনের আবহাওয়ায় তাপমাত্রা বাড়তে পারে বলে জানানো হয়েছে। ঢাকায় বাতাসের গতি ও দিক রয়েছে উত্তর/উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় (৫ থেকে ১০ কি.মি.)।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।