বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, উপমহাদেশের কিংবদন্তি রাজনীতিক, ভারতের সাবেক প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি স্মরণে শোক বই খুলেছে ভারতীয় সহকারী হাইকমিশন, চট্টগ্রাম।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১টা ও দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) একই সময়ে নগরের খুলশী এলাকায় অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনে এই শোক বই উন্মুক্ত থাকবে।
প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ও ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে বুধবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। বুধবার দেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।