এবার বিশ্বজুেড়ে মহাআতঙ্ক করোনাভাইরাস নিয়ে গলিবয় খ্যাত রানাকে নিয়ে গান করেছেন তাবিব মাহমুদ। তাবিব মাহমুদ ও গলিবয় রানার সাথে গানটিতে আরো কন্ঠ দিয়েছেন শুভ্র রানা। আজ বুধবার (১৮ মার্চ) তাবিব মাহমুদের ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও আপলোড করা হয়।
করোনা নিয়ে গান গাইলেন গলিবয় রানা ও তাবিব মাহমুদ
